বড়লেখায় টিলা কর্তনের দায়ে পাঁচ ব্যক্তির কারাদন্ড

November 20, 2022,

আব্দুর রব॥ বড়লেখায় প্রাকৃতিক টিলা ধ্বংস করে মাটি কর্তনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পাঁচ ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

রোববার ২০ নভেম্বর দুপুরে উপজেলার হিনাইনগর এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন।

অভিযানের সময় বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহেদ আহমদ উপস্থিত ছিলেন।  দ-িতরা হলেন- উপজেলার হিনাইনগর গ্রামের ফেরদৌস আহমদের ছেলে কাওসার আহমদ, মৃত সোনাহর আলীর ছেলে আব্দুল লতিফ, আব্দুশ শহীদের ছেলে জয়নুল আহমদ, আবুল কাশেমের ছেলে শাকিল আহমদ ও ময়নুল ইসলামের ছেলে সাজু ইসলাম। ভূমি মালিক কাওসার আহমদ শ্রমিকদের নিয়ে টিলা কেটে পাশ্ববর্তী স্থান ভরাট করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন অভিযান চালায়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন জানান- টিলা ধ্বংসকালে ভূমি মালিকসহ ৫ ব্যক্তিকে হাতেনাতে আটক করেন। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫(১) ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে দুই মাসের বিনাশ্রম কারাদ-ের আদেশ প্রদান করেন। প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন