বড়লেখায় ঠাকুরের আখড়ায় গরুর চোয়াল! বিভিন্ন মহলে ক্ষোভ : প্রতিবাদ সমাবেশ

May 23, 2016,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার পাখিয়ালা এলাকার প্রাচীনতম ঐতিহ্যবাহী উদ্ধব ঠাকুরের আখড়ার প্রবেশপথ লাগোয়া একটি টিনের ঘরের সাথে কে বা কারা রাতের আঁধারে সদ্য জবাইকৃত গরুর চোয়াল বেঁধে দিয়েছে। রোববার রাতের যে কোন সময় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় সনাতন সম্প্রদায়সহ বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২২ মে রোববার শবেবরাতের রাতে কে বা কারা পাখিয়ালা এলাকার উদ্ধব ঠাকুরের আখড়ার প্রবেশপথ সংলগ্ন দক্ষিণ দিকের একটি টিনের ঘরের সাথে গরুর একটি চোয়াল বেঁধে রাখে। ২৩ মে সোমবার সকালে আখড়ার লোকজন ঝুলানো চোয়ালটি দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে চোয়ালটি উদ্ধার করে।
এ ঘটনার খবরে সনাতন (হিন্দু) সম্প্রদায়ের লোকজনসহ বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়। সকালে আখড়া প্রাঙ্গণে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, পৌর মেয়র আবুল ইমাম কামরান চৌধুরী, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, এপিপি গোপাল দত্ত, আওয়ামী লীগ নেতা পানু লাল দে, আখড়া কমিটির পক্ষে মঞ্জু লাল দে, উপজেলা পুজা উদ্যাপন পরিষদের সভাপতি অধ্যাপক বিধান চন্দ্র দাস, সাধারণ সম্পাদক রঞ্জিত দাস, হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রকৃতি চৌধুরী প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com