বড়লেখায় ভোক্তা অধিকারের অভিযানে ২২ হাজার টাকা জরিমানা আদায়

January 25, 2022,

আব্দুর রব জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বড়লেখা পৌরশহরের হাসপাতাল রোড, উত্তর চৌমুহনী, হাজীগঞ্জ বাজারসহ বিভিন্ন স্থানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকান, হোটেল-রেষ্ট্যুরেন্ট ও ফার্মেসীতে নিরাপদ খাদ্য নিশ্চতকরণে এবং ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে। এসময় নানা অনিয়মের দায়ে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়। ২৫ জানুয়ারী মঙ্গলবার দুপুরে তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন।

উক্ত তদারকি অভিযানে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রয় করা, অতিরিক্ত দামে স্বাস্থ্য পীরক্ষা করা, মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় ও রিএজেন্ট ব্যবহার, একই ফ্রিজে ঔষধ ও কাঁচা মাছ মাংস সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের দায়ে হাসপাতাল রোডের মেসার্স মেছবাহ ফার্মেসীকে ৪ হাজার টাকা, শাহজালাল ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারকে ৭ হাজার টাকা, ডক্টর ফার্মেসীকে ৫ হাজার টাকা, উত্তর চৌমুহনীর মারুফ ভেরাইটিজ ষ্টোরকে ৩ হাজার টাকা, র‌্যাপিড সলিউশন গ্যাস হাউজকে ৩ হাজার টাকাসহ ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ২২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক মোঃ আল-আমিন জানান, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর ন্যায্যমূল্য নিশ্চিত ও নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে এধরণের তদারকি কার্যক্রম চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com