বড়লেখায় মাদক ব্যবসায়ীর জামিন নামঞ্জুর কারাগারে প্রেরণ

আব্দুর রব॥ বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে বৃহস্পতিবার জামিন নিতে গেলে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হক মাদক ব্যবসায়ী রিয়াজ উদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তিনি পৌরসভার আকুননগর এলাকার মৃত আতির আলীর ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের মহদিকোনা এলাকায় ৩৫০ গ্রাম গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে থানা পুলিশ গ্রেফতার করে। জি.আর-১৩১/২১ মামলায় পুলিশ তাকে কারাগারে প্রেরণ করে। গ্রেফতার মাদক ব্যবসায়ীর দেওয়া তথ্যে ওই মাদক মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।
বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুলিশের জি.আরও পিযুষ কান্তি দাস মাদক ব্যবসায়ী রিয়াজ উদ্দিনকে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের সত্যতা স্বীকার করেছেন।
মন্তব্য করুন