বড়লেখায় মেয়র কাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্ণামেন্ট উদ্বোধন

January 22, 2022,

আব্দুর রব॥ বড়লেখা পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার রাতে প্রধান অতিথি হিসেবে মেয়র কাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান। উপজেলা ব্যাডমিন্টন এসোসিয়েশন এই টুর্ণামেন্টের আয়োজন করেছে। উদ্বোধনী ম্যাচে বড়লেখার মাইজপাড়া যুব কল্যাণ সমিতির মূখোমূখি হয় বিয়ানীবাজারের রায়হান মাহমুদ একাডেমি ব্যাডমিন্টন দল। মাস্ক ব্যবহার নিশ্চিত করে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে পৌর কাউন্সিলার রেহান পারভেজ রিপন ও রাসেল আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজুলর রহমান, বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলার আজাদুর রহমান আজাদ, বড়লেখা পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com