বড়লেখায় সেনাবাহিনীর  ফ্রি মেডিকেল ক্যাম্প  ও  শীতবস্ত্র বিতরণ

January 11, 2022,

আব্দুর রব মৌলভীবাজার জেলার বড়লেখায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫২ পদাতিক ডিভিশন।

১১ জানুয়ারী মঙ্গলবার দিনব্যাপী পৃথকভাবে তারা শীতবস্ত্র ও চিকিৎসাসেবা প্রদান করেছে। ৩৪ বাংলাদেশ ইনফ্রেন্ট্রি রেজিমেন্টের সার্বিক তত্ত্বাবধানে বড়লেখা সরকারি কলেজ মাঠে সকাল থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত প্রায় ৫০০ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও পরামর্শ প্রদান করে। অন্যদিকে দাসের বাজার উচ্চ বিদ্যালয় মাঠে ৬৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আয়োজনে প্রায় ৫০০ দুস্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে. কর্ণেল মো. মেহেদি হাসান পিপিএম। বিশেষ অতিথি ছিলেন বড়লেখা ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী, দাসেরবাজার ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান স্বপন কুমার চক্রবর্তী, দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র দাস, ইউপি সদস্য  আব্দুর রহমান, স্বপন বিশ্বাস, দিলীপ বিশ্বাস, রুহুল আমিন বাহার, আব্দুস শুক্কুর, আব্দুল মুকিত প্রমুখ।

প্রসঙ্গত, প্রতিবছরের মতো এবারও বাংলাদেশ সেনাবাহিনী সারাদেশব্যাপী মাঠ পর্যায়ে শীতকালীন প্রশিক্ষণে অংশগ্রহণ করে। বিহনী প্রধানের নির্দেশে সেনাবাহিনী শীতকালীন প্রশিক্ষণে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানাবিধ সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনী বড়লেখায় দুস্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com