বড়লেখায় স্কুল পর্যায়ে ভ্যাকসিন কার্যক্রম শুরু

December 29, 2021,

আব্দুর রব॥ বড়লেখায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী পর্যায়ে কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে ১২ থেকে ১৭ বছর বয়সি ১৪০০ শিক্ষার্থীকে করোনার টিকা প্রদানের লক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগ করোনা ভ্যাকসিন কার্যক্রম শুরু করেছে।
দুপুরে শিক্ষার্থীরা উৎসব মূখর পরিবেশে টিকা গ্রহণ করতে দেখা গেছে। এর আগে ভ্যাকসিন কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার সাখাওয়াৎ হোসেন প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র কনসালটেন্ট ডা. রামেন্দ্র সিংহ জানান, বড়লেখায় ২০ হাজার শিক্ষার্থীকে ফাইজারের ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার ১৪০০ শিক্ষার্থীর মধ্যে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে স্কুল পর্যায়ে প্রথমবারের মতো টিকা প্রদান কার্যক্রম শুরু করা হয়। বিকেল তিনটা পর্যন্ত ১ হাজার শিক্ষার্থীর টিকা প্রদান সম্পন্ন হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com