বড়লেখায় স্বল্প আয়ের পরিবারে নিসচা’র নলকুপ স্থাপন

December 25, 2021,

আব্দুর রব॥ জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই’র চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উপলক্ষে ‘নিসচা’ বড়লেখা উপজেলা পৌরশহরের একটি স্বল্প আয়ের পরিবারকে বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষে বিনামূল্যে একটি নলকুপ স্থাপন করে দিয়েছে। স্থাপিত নলকুপটি ২৪ ডিসেম্বর শনিবার বিকেলে ওই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
নিসচা বড়লেখা উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় নলকুপ হস্তান্তরের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিসচা উপদেষ্টা মোহাম্মদ তাজ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোট বড়লেখার সভাপতি প্রভাষক বদরুল ইসলাম মনু, পৌর কাউন্সিলর কবির আহমদ, ইউপি মেম্বার ফয়েজ আহমদ, নিসচা’র পৃষ্ঠপোষক মোহাম্মদ হানিফ পারভেজ, সহ-সভাপতি মার্জানুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমান, অর্থ সম্পাদক মাওলানা মাছুম আহমদ, সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ, আইন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া, প্রচার সম্পাদক নূরে আলম মোহন, প্রকাশনা সম্পাদক মারুফ হোসাইন সুমন, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস, সাংস্কৃতিক সম্পাদক অপুজিত দাস প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com