মনু নদীতে বাঁশের সাঁকো পারাপারের সময় পা পিছলে এক ব্যক্তির মৃত্যু
January 1, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের বাঁশের সাঁকো পারাবারের সময় পা পিছলে মনু নদীতে পড়ার ১৩ ঘন্টা পর চন্দন রায় (৫৬) নামে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ৩১ ডিসেম্বর রাত ৯ টার দিকে এ ঘটনিটি ঘটে।
রোববার ১লা জানুয়ারি সকালে মৃতদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয় বাসিন্দারা জানান প্রতিদিনের মতো যাতায়াত করার সময় মৌলভীবাজার শহরে পৌর খেয়াঘাটে রাতে বাঁশের সাঁকো পারাপার সময় পা পিছলে পড়ে যান চন্দন রায়।
অনেক খুঁজাখুঁজির পর তাকে পাওয়া যায় নি। রোববার সকাল ১০ টার দিকে জাহাজ ঘাটের একটু পিছনে পাওয়া যায় তার লাশ। মৌলভীবাজার মডেল থানার ওসি তদন্ত মোঃ মশিউর রহমান গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন