মারুফ আহমেদ মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন

October 13, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে সাবেক ছাত্র নেতা মারুফ আহমেদকে মনোনীত করা হয়েছে। মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম নাসের রহমান তাকে এ পদে অনুমোদন দেন।
জেলা বিএনপির প্রচার সম্পাদক এম ইদ্রিস আলী বৃহস্পতিবার ১২ অক্টোবর গণমাধ্যমে প্রেরিত জেলা বিএনপির প্যাডে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন মৌলভীবাজার জেলা বিএনপির এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা সভাপতি এম নাসের রহমান এর বাসভবনে অনুষ্ঠিত সভায় জেলা বিএনপির নেতৃবৃন্দ অংশ নেন। সভায় জেলা বিএনপির সাংগঠনিক বিষয়াদি ও চলমান আন্দোলনকে আরও বেগবান করার লক্ষ্যে সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হয়। এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সদ্য প্রয়াত সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজামের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য গত ১৮ সেপ্টেম্বর মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম আকস্মিক মৃত্যু বরণ করেন। এর পর থেকে সাধারণ সম্পাদক পদটি শুন্য হয়ে যায়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com