মেয়র সিপার: কুলাউড়ায় মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগ নেয়া হয়েছে

November 29, 2021,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ বলেছেন, কুলাউড়ায় শিক্ষার প্রসারে একটি মান-সম্মত শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্য পৌরসভা কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। ছাত্র-ছাত্রীরা যাতে এ প্রতিষ্ঠান থেকে সু-শিক্ষা নিতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোমবার ২৯ নভেম্বর কুলাউড়া সরকারি কলেজের আয়োজনে কুলাউড়ার গরিবের ডাক্তার খ্যাত প্রয়াত ‘ডা. ননী গোপাল মিত্র ও দিপ্তী মিত্র মেধা প্রকল্পের’ বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মেয়র সিপার প্রয়াত ডা. ননী গোপাল মিত্র ও দিপ্তী মিত্র মেধা প্রকল্পের ভূয়সী প্রশংসা করে বলেন, গরিব-অসহায় ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশে মেধা বৃত্তির কোনো বিকল্প নেই। তিনি এ ধরনের মহতী কাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি শিক্ষার্থী ও অভিবাবকদের আশ্বস্ত করে বলেন, বিগত ২৫ বছরে পৌরসভার যে উন্নয়ন হয় নি, আগামী ৫ বছরে সেই পরিমাণ উন্নয়ন হবে।
কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল এর সভাপতিত্বে ও প্রভাষক সিপার আহমদ এর পরিচালনায় বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অতিরিক্ত সচিব (অব.) অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের সাবেক মহাপরিচালক সরোজ কান্তি দেব, অধ্যক্ষ (অব.) কিশোলয় আচার্য, কমরেড খন্দকার লুৎফুর রহমান, কুলাউড়া মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভার.) এমদাদুল ইসলাম ভুট্টো, লংলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভার.) মো. আতাউর রহমান, কুলাউড়া মহিলা ডিগ্রী কলেজের সহ. অধ্যাপক (অব.) ড. রজত কান্তি ভট্টাচার্য্য, কুলাউড়া সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুল হান্নান, সহ. অধ্যাপক একেএম শাহজালাল, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, শিল্পকলা একাডেমি সম্পাদক বিপুল চক্রবর্তী, শিক্ষানুরাগী হোসেন মনসুর, মেধা প্রকল্পের সদস্য সচিব ও উদীচি শিল্পী গোষ্ঠীর সম্পাদক নির্মাল্য মিত্র সুমন, শিক্ষার্থী রিপন বখশ ও মাহফুজুর রহমান।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি মেয়র সিপার ৬০ জন মেধাবী গরিব শিক্ষার্থীদের মধ্যে নগদ ১ হাজার টাকা করে বৃত্তি বিতরণ করেন। অনুষ্ঠানের শুরুতে কলেজের পক্ষ থেকে অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল ও উপাধ্যক্ষ আব্দুল হান্নান মেয়রকে ক্রেস্ট প্রদান করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com