মৌলভীবাজারের উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাঁতার প্রশিক্ষণ

May 15, 2025,

স্টাফ রিপোর্টার : নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানে তারুন্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুর্ধ্ব-১৫ বছরের বালকদের নিয়ে সাঁতার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

১৫মে বৃহস্পতিবার মৌলভীবাজার সদর উপজেলার উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় অনুষ্ঠিত হয় সাঁতার প্রশিক্ষণ। সাঁতার প্রশিক্ষণে অনূর্ধ্ব-১৫ বছর বয়সের ৪০ জন বালক প্রশিক্ষণ গ্রহণ করে। সাঁতারে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করছেন জেলা সাঁতার কোচ সাইফুল ইসলাম ও সহকারী কোচ পারভেজ আহমেদ।

উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ শামছুল ইসলাম এর সভাপতিতে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহনাজ ফেরদৌস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ, একাটুনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যার সৈয়দ রুমেন আলী, ওয়ার্ড সদস্য সাহাদ আহমেদ, উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার দাতা সদস্য আবদুর রহিম, আনছার মিয়া সহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com