মৌলভীবাজারের কমলগঞ্জে বালু মহাল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৯ জন আহত

June 15, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের কমলগঞ্জের চৈত্রঘাটে বালু মহাল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার ১৫ জুন দূপুরে ধলাই নদীর চৈত্রঘাট এলাকায় হারুন মিয়া ও সোলেমান মিয়ার মধ্যে বালু মহাল সংক্রান্ত বিরোধ পূর্ব থেকে চলে আসছে। এরই জের ধরে দুই পক্ষ দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের ৯ জন আহত হন।
আহতদের স্থানীরা উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহতরা হলেন সোলেমান মিয়া (৪৫), রনি মিয়া (২২), সুলতান মিয়া (৫০), মশাহিদ মিয়া (৪০), করিম উদ্দিন (৪৫) ও সুলতান মিয়া (৪২), আলতাফ আলী (২১) রশিদ মিয়া (৩৫) ও জসিম আহমদ (৩২)।
এদের মধ্যে গুরুত্বর আহত করিম উদ্দিন ও সুলতান মিয়াকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।
এ বিষয়ে ঘটনার সত্যতা স্বীকার করে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বালু মহাল নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com