মৌলভীবাজারের তানজীম জয় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক পদে মনোনীত

শাহরিয়ার খান সাকিব॥ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সম্পাদক মনোনীত হয়েছেন মৌলভীবাজারের এম তানজীম জয়। ৩১ জুলাই ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত চিঠিতে সহ-সম্পাদক পদে মনোনীত করা হয়।
এম তানজীম জয় মৌলভীবাজার সদর উপজেলার দর্জির মহল এলাকার বিশিষ্ট ব্যবসায়ী বাবুল আহমেদের ছেলে। তিনি বর্তমানে ঢাকা সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন এন্ড টেক্সটাইল মার্কেটিং-এ মাস্টার্স প্রথম বর্ষের অধ্যয়নরত আছেন। কলেজ জীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত রয়েছেন। তিনি প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর নাতি।
তানজীম জয় পূর্বে বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারী বিশ্ববিদ্যালয় শাখার উপ-সমাজসেবা সম্পাদক ছিলেন।
এম তানজীম জয় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক মনোনীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের প্রতি অপরিসীম কৃতজ্ঞতা জানান।
মন্তব্য করুন