মৌলভীবাজারের তিন যুবদল নেতা ঢাকায় সমাবেশে যোগ দিতে গিয়ে আটক

মোঃ আব্দুল কাইয়ুম॥ মাঠের বিরোধীদল বিএনপির ১দফা কর্মসূচির অংশ হিসেবে ঢাকার মহাসমাবেশে যোগ দিতে যাওয়া মৌলভীবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিতসহ জেলা যুবদলের ৩ নেতাকে গ্রেফতারের খবর পাওয়া গেছে।
আটককৃত অন্য দুই যুবদল নেতা হলেন, সহ সাংগঠনিক সম্পাদক শাহজান আহমদ ও সহ দপ্তর সম্পাদক খছরু আহমদ।
আটকের বিষয়টি মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন উজ্জল নিশ্চিত করে জানান, বুধবার রাত পৌনে ১২টার দিকে বিএনপির নয়পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করে পুলিশ।
বৃহস্পতিবার ২৭ জুলাই বিকালে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন উজ্জল ওই ৩ যুবদল নেতাকে আটকের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে, বিএনপি’র ১ দফা দাবী আদায়ে ঢাকার মহাসমাবেশে যোগ দানের জন্য মৌলভীবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিত, সহ সাংগঠনিক সম্পাদক শাহজান আহমদ, সহ দপ্তর সম্পাদক খছরু আহমদকে নিঃশর্ত মুক্তির দাবি জানান।
মন্তব্য করুন