মৌলভীবাজারের শ্রীমঙ্গল ১৬তম চা নিলাম সম্পন্ন

December 22, 2021,

সাইফুল ইসলাম॥ দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রে চলতি মৌসুমের ১৬তম নিলামে দেড়লাখ কেজি বিক্রি হয়েছে।

২২ ডিসেম্বর বুধবার দিনব্যাপী শ্রীমঙ্গল মৌলভীবাজার সড়কের খাঁন টাওয়ারে এই নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হয়। নিলামে প্রায় অর্ধশতাধিক বায়ার অংশ নেয়।

নিলামে সোনার বাংলা টি ব্রোকার্স, শ্রীমঙ্গল টি ব্রোকার্স, রূপসীবাংলা টি ব্রোকার্স ও জালালাবাদ টি ব্রোকার্স ও জে এস টি ব্রোকার্স মাধ্যমে নিলামে বিভিন্ন বাগানের চা নিলামে তোলা হয়েছে।

ক্লোনাল টি এস্টেট, নাহার চা বাগান, সাগরনাল চা বাগান, সিরাজনগর চা বাগান, বৃন্দাবন চা বাগান, শাহবাজপুর চা বাগান, হামিদিয়া চা বাগান, জঙ্গলবাড়ি চা বাগান, আলীবাহার চা বাগান, জুলেখানগর চা বাগান, স্টার টি এস্টেট, ইমাম চা বাগান এবং বাওয়ালি চা বাগান।

শ্রীমঙ্গল সোনার বাংলা ব্রোকার্সের চেয়ারম্যান মো.শহীদ আহমদ ও ডিরেক্টর মুহিব আহমদ জানিয়েছেন, প্রতি নিলামে চা উত্তোলনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। নিলামে বৃন্দাবন চা বাগানের ৩৮০ টাকা সর্বোচ্চ দামে বিক্রি হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com