মৌলভীবাজারে ছাত্রদলের ২ নেতার উপর দু/র্বৃত্তদের হা/মলা

May 12, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে  দুর্বৃত্তদের হামলায় ছাত্রদলে ২ নেতা আহত হয়েছেন। কয়েকটি মোটরসাইকেল নিয়ে ১০/১২ জন দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে আহত করে।

রোববার ১১ মে রাত সাড়ে ৯ টার দিকে শহরের কাশীনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের পাশে এ ঘটনাটি ঘটে।

আহতরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পৌর শাখার যুগ্ম আহ্বায়ক তানিম আহমেদ হামজা ও মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদল নেতা সাব্বির আহমেদ কোরেশী।

এ ব্যাপারে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান জানান, অবিলম্বে এ ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

মৌলভীবাজার মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মোঃ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান বিষয়টি আমরা জেনেছি এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি অভিযোগ ফেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com