মৌলভীবাজারে ছাত্রদলের ২ নেতার উপর দু/র্বৃত্তদের হা/মলা

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে দুর্বৃত্তদের হামলায় ছাত্রদলে ২ নেতা আহত হয়েছেন। কয়েকটি মোটরসাইকেল নিয়ে ১০/১২ জন দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে আহত করে।
রোববার ১১ মে রাত সাড়ে ৯ টার দিকে শহরের কাশীনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের পাশে এ ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পৌর শাখার যুগ্ম আহ্বায়ক তানিম আহমেদ হামজা ও মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদল নেতা সাব্বির আহমেদ কোরেশী।
এ ব্যাপারে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান জানান, অবিলম্বে এ ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
মৌলভীবাজার মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মোঃ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান বিষয়টি আমরা জেনেছি এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি অভিযোগ ফেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন