মৌলভীবাজারে তৈয়ব-তাহিরুননেছা ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

December 12, 2024,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের তৈয়বনগরে (বাউরঘড়িয়া) তৈয়ব-তাহিরুননেছা ফাউন্ডেশন এর উদ্যোগে ৩য় বার্ষিক হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সৈয়দা তাহিরুননেছা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপি এই প্রতিযোগিতা কার্যক্রম চলে। প্রতিযোগিতায় ৪টি গ্রুপে জেলার ১৭টি হাফিজিয়া মাদ্রাসার ২ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিটি গ্রুপে ১ম, ২য় ও ৩য় নির্বাচিত করে ১২ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।

১১ ডিসেম্বর বিকেলে হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্য শেষে পুরস্কার বিতরণ করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন। সৈয়দা তাহিরুন নেছা হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সিনিয়র সাংবাদিক বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ডা: ছাদিক আহমদ এর সভাপতিত্বে ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া দ্বীনিয়া ম্দ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ এর সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও প্রবীণ আইনজীবী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান মুজিব, যুক্তরাজ্যের বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটি নেতা কে.এম আবু তাহের চৌধুরী, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকসী ইকবাল আহমদ।

উপস্থিত ছিলেন, যুক্ত রাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি লিডার আব্দুল বারি, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক তারেক উদ্দিন আহমদ, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক নজরুল ইসলাম আহাদ, সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, সৈয়দ হুমায়েদ আলী শাহীন, মো: শাজাহান মিয়া, মু.ইমাদ উদ দীন, মাহবুর রহমান রাহেল, সৈয়দ মমশাদ আহমদ, বিসমিল্লাহ ইউকে চ্যারিটি প্রতিষ্ঠাতা সভাপতি ফয়ছল আহমদ আখন্দ।

প্রতিযোগিতায় ক বিভাগে (৩০ পারা)  ১ম হন হাফেজ  মো: ইমাদ উদ্দীন,২য় হন আনিস ইসলাম সাজিম,৩য় হন মো: সাদিক আহমদ। খ বিভাগে (২০ পারা) ১ম হাফেজ মো: আরাফাত ইসলাম,২য় হাফেজ মো: সিয়াম খান,৩য় মো: অলিউর রহমান। গ বিভাগে (১০ পারা) ১ম হাফেজ মাসুম আহমদ, ২য় হাফেজ মো: শাহ নেওয়াজ,৩য় হাফেজ  মো: মঈন উদ্দিন আহমদ মুনতিক। ঘ বিভাগে (৫ পারা) ১ম হাফেজ সাব্বির আহমদ, ২য় মো: অলিউর রহমান, ৩য় রিহাবুল ইসলাম জুনাইদ। পরে অতিথিরা বিজয়ী প্রতিযোগি শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট,সনদ ও নগদ অর্থ তুলে দেন।

এরপর ২য় অধিবেশনে মাগরিবের পর মধ্যরাত পর্যন্ত মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ওয়াজ করেন শামছুল উলামা আল্লামা ফুলতলী (র.) এর সুযোগ্য উত্তরসূরী হযরত আল্লামা শিহাব উদ্দিন চৌধুরী ছাহেবজাদায়ে ফুলতলী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com