মৌলভীবাজারে নতুন করে করোনায় আক্রান্ত ১৩৫ জন : শনাক্তের হার ৪৭.২ শতাংশ

January 25, 2022,

স্টাফ রিপোর্টার সীমান্তবর্তী জেলা মৌলভীবাজারে গত কয়েকদিন থেকে করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। ২৮৬ জনের নমুনা পরীক্ষায় পাঠালে ২৫ জানুয়ারী মঙ্গলবার পরীক্ষায় ১৩৫ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪৭.২ শতাংশ।

সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদন থেকে জানা গেছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের ২৮৬ জনের নমুনা পরীক্ষায় পাঠালে এর মধ্যে ১৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ৪৭.২ ভাগ।

শনাক্তের মধ্যে জেলা সদর ও মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ৪২ জন, কুলাউড়ায় ২৮ জন রয়েছেন, শ্রীমঙ্গলে ১৭ জন, বড়লেখায় ১৩ জন, রাজনগরে ৮ জন, কমলগঞ্জে ১৮ জন, জুড়ীতে ৯ জন রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৮৭৭ জনে।

জেলা সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান,  নতুন ১৩৫ জন নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮ হাজার ৮৭৭ জন। সুস্থ হয়েছেন ৭ হাজার ৫১৭ জন। সরকারি হিসেবে মারা গেছেন ৭২ জন। তবে বেসরকারি হিসেবে মৃত্যুর সংখ্যা শতাধিক। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ২১ জন করোনা রোগী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com