মৌলভীবাজারে পলিসি ফোরামের মাসিক সমন্বয় সভা

January 16, 2023,

স্টাফ রিপোর্টার॥ জেলা পলিসি ফোরামের আয়োজনে পি,ফর ডি প্রকল্পের আওতায় বৃটিশ কাউন্সিল ও ইউরোপিয় ইউনিয়ন, বাংলাদেশ মন্ত্রী পরিষদ বিভাগের সহযোগিতায় নিয়মিত জানুয়ারি ২৩ মাসিক  সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৬ জানুয়ারি দুপুরে জেলা পলিসি ফোরামের আয়োজনে জুম ভ্যার্চুয়াল প্লাটফরর্মে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

নজরুল ইসলাম মুহিব’র সভাপতিত্বে এবং সম্পাদক পরিতোষ দেব’র পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন পি,ফর ডি প্রকল্পের সিলেট বিভাগের রিজিন্যাল কো-অডিনেটর (আর,সি) আলমগীর মিয়া, জেলা পলিসি ফোরামের সহ-সভাপতি নাজমা বেগম ।

অনুষ্ঠানে জেলা পলিসি ফোরামের সকল সদস্যগণ অনলাইনের ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। সকল জনসাধারনের জন্য সিটিজেনস চার্টার, তথ্য অধিকার আইন, জাতীয় শোদ্ধাচার কৌশল, অভিযোগ ও প্রতিকার ব্যবস্থা সহজীকরণের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা এবং ২০২৩ সালের কর্মকৌশল নির্ধারণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •