মৌলভীবাজারে পিএইচপি কুরআনের আলো প্রতিযোগিতার বাছাই সম্পন্ন

December 3, 2024,

স্টাফ রিপোর্টার : পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে দেশব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৫ এর বাছাই চলছে। সোমবার ২ ডিসেম্বর মৌলভীবাজার শহরের গীর্জাপাড়া এলাকায় ‘জাবালে নূর মাদ্রাসায়’ হিফজুল কুরআন জেলা পর্যায়ে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন মাদ্রাসা থেকে অর্ধশতাধিক প্রতিযোগী অংশ নেন। এর মধ্যে বাছাই করা হয় ৮ জনকে। বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ ক্বারী হাসানুজ্জামান।

পূর্ণ ৩০ পারা কোরআন মজিদের অনুর্ধ ১৬ বছর বয়সী হাফিজগণ এতে অংশ নেন। এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার স্যাটেলাইট চ্যানেল এনটিভি’র মাধ্যমে পবিত্র রমজান মাসে প্রতিদিন বাদ আছর সেরা হাফেজদের তেলাওয়াত পরিবেশিত হবে। বাছাই পর্বে অতিথি হিসেব উপস্থিত ছিলেন জাবালে নূর মাদ্রাসার অধ্যক্ষ হাফিজ ক্বারী নূরুল হক, হাফেজ ক্বারী হাবিবুর রহমান, হাফেজ আব্দুল হান্নান তারেক, এনটিভির স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার মু.ইমাদ উদ দীন ও বিশিষ্ট ব্যবসায়ী মো: দেলুয়ার হুসাইন প্রমুখ। আয়োজকরা জানান জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ৪ জনকে যথাক্রমে ৪ লাখ, ৩ লাখ,২ লাখ ও ১ লাখ টাকা করে পুরস্কার প্রদানসহ পবিত্র ওমরা পালনে সুযোগ থাকবে। পাশাপাশি জাতীয় পর্যায়ে বিজয়ী ও অংশগ্রহনকারীদের জন্য মোট ২৫ লক্ষ টাকা পুরষ্কার রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com