মৌলভীবাজারে শতবর্শের অধিক সময়ে বসবাসকারীরা আদালতের রায় কার্যকরের দাবীতে মানববন্ধন পালন করেছে

May 11, 2017,

স্টাফ রিপোর্টার॥ বিজ্ঞ আদালতের রায় কার্যকর ও শতবর্শের অধিক সময়ে বসবাসকারীদের রক্ষার দাবীতে মানববন্ধন পালন করেছে মৌলভীবাজার শহরতলীর সোনাপুর এলাকাবাসী।
১১ মে বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারপ্রেসক্লাব প্রাঙ্গনে ঘন্টা ব্যাপী মানববন্ধন পালন শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে মৌলভীবাজার বন বিভাগের লোকজন তাদের স্বত্ব দখলীয় বিজ্ঞ আদালতের ডিক্রীকৃত ভূমি হইতে তাদেরকে জোড়পূর্বক উচ্ছেদ করার ষরযন্ত্র করছেন। শতবর্শের অধিক যাবৎ বংশানুক্রমে গৃহ তৈরি করে পরিবার পরিজনসহ বসবাস করে আসসেন ও গৃহউন্নয়নের কর, বিদ্যুৎবিল, গ্যাসবিল সহ সরকারের যাবতীয় অন্যান্য ট্যাক্স প্রদান করে আসছেন । পরে তারা জেলা প্রসাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com