মৌলভীবাজারে ৪৯ জন সাংবাদিক পেল প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার চেক

September 16, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার প্রেসক্লাব, ইমজা, সাংবাদিক ফোরাম ও অনলাইন প্রেসক্লাবের ৪৯ জন সাংবাদিক পেলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে দ্বিতীয় পর্যায়ের প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার চেক।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক সন্মেলন কক্ষে প্রত্যেক সাংবাদিককে ১০ হাজার টাকার চেক বিতরণ করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ফজলুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজার) সভাপতি রাধাপদ দেব সজল, সাধারণ সম্পাদক বকসী মিছবাহউর রহমান, প্রেসক্লাবের বর্তমান ও সাবেক সাধারণ সম্পাদকসহ অনান্যারা। এসময় চেক প্রাপ্তরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রের ব্যবস্থাপনা পরিচালক ও পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসানকে।
প্রধান মন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার যার চেক পেলেন : সরওয়ার আহমদ (আমাদের নতুন সময়), সৈয়দ হুমায়েদ আলী শাহীন (জনকণ্ঠ/বাংলাভিশন), বকশী মিছবাহউর রহমান (দীপ্ত টিভি), এস এম উমেদ আলী (এনটিভি/ডেইলী ট্রাইবুনাল), মু. ইমাদ উদ্দিন (মানবজমিন), এম এ হামিদ (চ্যালেন ২৪), মোঃ সাইফুল ইসলাম (বাংলা ট্রিবিউন/ঢাকা ট্রিবিউন), জসিম উদ্দিন (সাপ্তাহিক মনুবার্তা), এম এ মোহিত (এসএটিভি), মঞ্জু চৌধুরী (পাতাকুড়ির দেশ/এনটিভি), মোঃ আব্দুল কাইয়ুম (বাংলা ৭১), জনি বেগম (পাতাকুঁড়িরর দেশ), জাহাঙ্গীর হোসেন (স্বাধীনমত), মোঃ জুলফিকার আলী ভুট্টু (চ্যালেন আই), মোঃ হোসাইন আহমদ (যুগান্তর), হানিফ উদ্দিন (কালের ছবি), মোঃ আব্দুল্লাহ (বাংলাভিশন টিভি), সাকের আহমদ (আমার বার্তা), মোঃ সুহেল আহমদ (মৌমাছি কণ্ঠ), পলাশ দেবনাথ (আলোকিত সকাল), রুবেল রানা চৌধুরী (মৌমাছি কণ্ঠ), জাফর ইকবাল (ভোরের দর্পন), মোঃ মশাহিদ আহমদ (আমাতের কণ্ঠ), চিনু রঞ্জন দাশ তালুকদার (গণমুক্তি), অলক কান্তি দেব (বাংলাদেশ টুডে), আব্দুল বাছিত খান (নতুন দিন), বিকাশ দাশ (মৌমাছি কণ্ঠ), মোঃ শেকুল ইসলাম (গণজাগরণ), মোঃ জাকির হোসেন (নবচেতনা), দুরুদ আহমেদ (মৌলভীবাজার বার্তা), মোঃ মেরাজ আলী (মৌলভীবাজার বার্তা), মামুনুর রহমান চৌধুরী (মৌলভীবাজার বার্তা), সুলতানুল ইসলাম (এই বাংলা), হুমাউন রহমান (বিজনেস বাংলাদেশ ও বাংলার দিন), মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী (বাংলার দিন), মোঃ মোনায়েম খান (এশিয়ান এইজ), শেখ মাহমুদুর রহমান (বাংলার দিন), মোঃ মেরাজ হোসেন চৌধুরী (বাংলার দিন), ফজলুর রহমান (বাংলার দিন), মোঃ অজগর আলী (মৌলভীবাজার বার্তা, মোঃ ফজলুর রহমান ( আলোকিত সকাল), দুরুদ আহমদ (মাতৃছায়া), জোবায়ের আহমদ (বাংলাদেশ সমাচার), মোঃ সাইফুল ইসলাম (গণজাগরণ), মোঃ সাইদুল ইসলাম (সন্ধ্যাবাণী), স্বপন কুমার দেব (আমাদের নতুন সময়), মোঃ আজিজুল ইসলাম (সকালবেলা), মামুনুর রশিদ তরফদার (আলোকিত সকাল), বদরুল আলম চৌধুরী (তৃতীয় মাত্রা)।
এর আগে গেল বছর ২০২০ সালে করোনাকালীন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল হতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট দুই ধাপে উল্লেখযোগ্য সংখ্যক সাংবাদিকদের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করেন। এর মধ্যে প্রথম ধাপে ১৫ জন ও দ্বিতীয় ধাপে ১৭ জন সাংবাদিকের নাম জানা গেছে।
২০২০ সালের ৬ আগস্ট মৌলভীবাজার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রথম ধাপে ১৫ জন সাংবাদিককে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
তারা হলেন :- আহমেদ ফারুক মিল্লাদ (একাত্তর টিভি) অশোক কুমার দাশ (দি অভজারবার), তমাল ফেরদৌস দুলাল (মাছরাঙ্গা টিভি), নুরুল ইসলাম শেফুল (দি ইনডিপেনডেন্ট), নজরুল ইসলাম মুহিব (ইত্তেফাক), মামুনুর রশিদ মহসিন (মুক্তকথা), সৈয়দ বয়তুল আলী (নিউজ টুয়েটিফোর টিভি), চৌধুরী ভাষ্কর হোম (আরটিভি), শেখ সিরাজুল ইসলাম সিরাজ (মৌমাছি কন্ঠ), নূরুল ইসলাম (সমকাল), আলী হোসেন রাজন (বাংলা টিভি), সৈয়দ মহসীন পারভেজ (এটিএন বাংলা), আফরোজ আহমদ (যমুনা টিভি), সালাহ্উদ্দিন ইবনে শিহাব (পূর্বদিক), মাসুদ আহমদ (মানব জমিন)।
২০২০ সালের ২৭ আগস্ট একই স্থান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বিতীয় ধাপে ১৭ জন সাংবাদিকদের প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
তারা হলেন :- স,ই,সরকার জবলু (দৈনিক খবরপত্র), এস এম মেহেদী হাসান (দৈনিক বর্তমান), মোঃ মাহবুবুর রহমান রাহেল (দৈনিক আমার সংবাদ ও মৌলভীবাজার ২৪ ডটকম), এ এস কাঁকন (দৈনিক ভোরের পাতা), এম এ আজিজ (দৈনিক নয়া দিগন্ত), বিকুল চক্রবর্তী (ইটিভি), ইমন দেব চৌধুরী (বৈশাখী টিভি), সঞ্জয় কুমার দে (মাই টিভি), হৃদয় দেবনাথ (জিটিভি), রিপন দে (জাগো নিউজ) তানভির আঞ্জুম আরিফ (দৈনিক আলোকিত সময়/মৌমাছি কন্ঠ), জাফর খাঁন (বিজয় টিভি), মোঃ আমির (ক্যামেরা পার্সন বিটিভি), ওমর ফারুক নাঈম (প্রতিদিনের সংবাদ), আবুল হায়দার তরিক (ঢাকা প্রতিদিন), সালেহ এলাহী কুটি (দেশটিভি), তুহিনুর রশিদ জুবায়ের (ইনডিপেনডেন্ট টিভি)।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com