মৌলভীবাজার কোর্ট এলাকায় মোটর সাইকেলের ধা/ক্কায় আ/হত যুবকের ৮ দিন পর মৃ/ত্যু

স্টাফ রিপোর্টার : সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার প্রায় ৮ দিন পর কুলাউড়ার শফিউদ্দিন আহমেদ তারেক (৪৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
২৩ মে শুক্রবার দিবাগত রাত ১ টা ৫২ মিনিটের সময় সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত তারেক উপজেলার কাদিপুর ইউনিয়নের হোসেনপুর এলাকার মৃত আব্দুল আজিজ চৌধুরীর পুত্র এবং উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এডভোকেট সালাউদ্দিন আজিজের ছোট ভাই।
পারিবারিক সূত্র জানিয়েছে, গত ১৫ মে বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার কোর্ট এলাকায় দ্রুতগামী একটি মোটর সাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করেন। পরিবারের সদস্যরা সেখান থেকে তাকে সিলেট ইবনে সিনা হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় তার মস্তিষ্কে অস্ত্রোপচার করার পর চিকিৎসকদের পরামর্শে সেখানের আইসিইউতে রাখা হয়। দীর্ঘ ৯ দিন চিকিৎসা চলার পর শফিউদ্দিন তারেক ২৩ মে শুক্রবার গভীর রাতে ইন্তেকাল করেন।
এদিকে শফিউদ্দিন আহমেদ তারেক এর মৃত্যুতে কুলাউড়া উপজেলার বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন