মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির তিন দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

September 28, 2022,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমির নির্দেশনায় জেলা শিল্পকলা একাডেমি, মৌলভীবাজারের ব্যবস্থাপনায় চলমান তিন দিনব্যাপী উচ্চারণ, নন্দনতত্ত্ব ও সংস্কৃতি বিষয়ক লেকচার কর্মশালা সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হলো।
২৭ সেপ্টেম্বর বিকাল ৫ টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির পক্ষে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ জাহিদ আখতার।
শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু সভাপতিত্ব বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রশিক্ষক মীর বরকত। স্বাগত বক্তব্য রাখেন কালচারাল অফিসার জ্যোতি সিনহা।
কর্মশালাটি পরিচালনা ও প্রশিক্ষণ প্রদান করেন ঢাকা থেকে আগত বিশিষ্ট আবৃত্তিশিল্পী, নির্দেশক এবং কণ্ঠশীলনের অধ্যক্ষ মীর বরকত, সহযোগী প্রশিক্ষক হিসেবে যুক্ত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির আবৃত্তি বিভাগের প্রশিক্ষক সুশিপ্তা দাশ।
জেলা শিল্পকলা একাডেমি, মৌলভীবাজারের ব্যবস্থাপনায় ২৫ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী স্কুল শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে উচ্চারণ, সংস্কৃতি ও নন্দনতত্ত্ব বিষয়ক লেকচার কর্মশালার এ আয়োজন করা হয়েছিল। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২২০ জন শিক্ষার্থী ও ৪২ জন শিক্ষক অংশগ্রহণ করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com