মৌলভীবাজার পৌর এলাকায় কোরবানী পশুর বর্জ্য তরিৎ গতিতে অপসারণ
মোঃ সালেহ আহমদ (স‘লিপক)॥ মুসলিম উম্মাহর বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল আদ্বহায় মৌলভীবাজার পৌরবাসীর কোরবানীকৃত পশুর বর্জ্য তরিৎ গতিতে অপসারণ ও পরিস্কার করেছে মৌলভীবাজার পৌরসভা।
বৃহস্পতিবার ২৯ জুন ঈদের দিন সন্ধ্যার পূর্বেই পৌরসভার বর্জ্য অপসারণের কাজে নিয়োজিত শতাধিক পরিচ্ছন্নতাকর্মী ১২টি গাড়িমাধ্যমে ৯টি ওয়ার্ডের বিভিন্ন রাস্তা ও বাসাবাড়ির সামনে পড়ে থাকা বর্জ্য অপসারণ সম্পন্ন করে। পৌর মেয়রের সার্বিক তদারকিতে দিনব্যাপী পরিচ্ছন্নতাকর্মীরা শতস্ফুর্ত কাজ করেন।
পৌর মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান জানান, প্রতি বছরের মতো এবারও পৌরসভার বর্জ্য অপসারনের কাজ শতাধিক পরিচ্ছন্নতাকমী ১২টি গাড়ির মাধ্যমে ৯টি ওয়ার্ডের কোরবানীর বর্জ্য বিকেল ৬ টার মধ্যে আপসারণ করা হয়েছে। এব্যাপারে ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ এবং পৌর কর্মকর্তারা সার্বিক সহযোগীতা করছেন।
পৌর মেয়রের সার্বিক তদারকিতে তরিৎ গতিতে মৌলভীবাজার পৌর এলাকায় কোরবানী পশুর বর্জ্য অপসারণ করায় পৌরবাসী নাগরিকরা মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমানের ভূয়সী প্রশংসা করেন এবং তাকে ধন্যবাদ জানান।
মন্তব্য করুন