মৌলভীবাজার সদর উপজেলার বড়ইউড়ি গ্রামে বিদ্যুৎ সঞ্চালন লাইনের উদ্বোধন

May 25, 2016,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার পিছিয়ে পড়া অঞ্চল নাজিরাবাদ ইউনিয়নের বড়ইউড়ি গ্রামে পল্লী বিদ্যুতায়ন করা হয়েছে। মঙ্গলবার ২৪ মে বিকেলে প্রায় সোয়া কিলোমিটার দীর্ঘ বিদ্যুৎ সঞ্চালন লাইনের উদ্বোধন করেন সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন।
এ সময় সৈয়দ মোস্তাক আলী, এম এ রহিম সিআইপি সহ স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামীলীগ নেতৃবৃন্দ এবং পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

bbb
এতে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা সায়রা মহসিন বলেন, ২০১৮ সালের মধ্যে দেশের সবক’টি গ্রামে বিদ্যুৎ সেবা পৌছে দেওয়া হবে। এবং ২০১৬ সালের পর মৌলভীবাজার সদর উপজেলার কোনো এলাকা বিদ্যুত সেবার বাইরে থাকবেনা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com