মৌলভীবাজার সদর উপজেলার বাউরবাগ থেকে ১২০পিস ইয়াবাসহ ১জন আটক
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর থানা এলাকায় ১২০পিস ইয়াবাসহ ফজিলত খাঁ (৬০) নামে একজনকে আটক করেছে মডেল থানা পুলিশ। আটকের পর তার দেহ তল্লাশী করে নীল পলিথিনে মোড়ানো অবস্থায় ১২০পিস ইয়াবাসহ জব্দ করে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ১৩ নভেম্বর রাতে মৌলভীবাজার সদর মডেল থানার এসআই সুশান্ত পাল সঙ্গীয় এএসআই রেজাউল করিম, এএসআই সুখলাল দাসসহ পুলিশের একটি টিম সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের বাউরবাগ গ্রামে ফজিলত খা-এর বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক মৌলভীবাজার জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।