মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নবনির্মিত কমপ্লেক্স ভবনের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নবনির্মিত কমপ্লেক্স ভবন ও হলরুমের শুভ উদ্বোধন করেছেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মো: রেজা-উন-নবী।
৬ মে মঙ্গলবার মৌলভীবাজার সদর উপজেলার আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)/২০২৪-২০২৫ অর্থবছরের আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
সদর উপজেলা নির্বাহী অফিসার মো: তাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মো: রেজা-উন-নবী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।
পরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)/২০২৪-২০২৫ অর্থবছরের আওতায় মৌলভীবাজার সদর উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদের জন্ম-মৃত্যু নিবন্ধন শক্তিশালীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মো: রেজা-উন-নবী।
একই ভ্যানুতে মৌলভীবাজার সদর উপজেলায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও আগাম কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারকে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে ঢেউটিন বিতরণ করেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মো: রেজা-উন-নবী।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন, বিভিন্ন অফিসের কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

oplus_2
মন্তব্য করুন