মৌলভীবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে সাজা পরোয়ানাভূক্ত ২ আসামীসহ গ্রেফতার ৫

December 22, 2021,

স্টাফ রিপোর্টার॥ আসন্ন মৌলভীবাজার সদর উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ সামনে রেখে সদর মডেল থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন ও শীতকালীন চুরি ডাকাতি রোধকল্পে জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া নির্দেশে মৌলভীবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে সাজা পরোয়ানাভূক্ত ২ আসামীসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার ২১ ডিসেম্বর মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং পুলিশ পরিদর্শক (অপারেশন) ও সদর মডেল থানার তিনটি সাদা পোশাকের বিশেষ আভিযানিক টিম থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালাােন হয়।

আসামীর নাম ১. মোঃ আলী শাহান, পিতা মোঃ জাকির হোসেনকে সদর উপজেলার বড়বাড়ি গ্রাম থেকে ২. মোস্তাক আহমেদ, পিতা রফিক বখতকে সেভেন স্টার প্লাজা এলাকা থেকে এবং পরোয়ানাভূক্ত তিন আসামী ৩. মোঃ ইকবাল, পিতা মৃত সাজিদ মিয়াকে কাজিরগাঁও থেকে ৪. সাইফুল মিয়া, পিতা মৃত পরই উল্লাকে গিয়াসনগর থেকে এবং ৪. আব্দুল মালেক, পিতা মৃত ফারুক মিয়াকে গ্রেফতার করা হয়।

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক বলেন বিশেষ অভিযানে গ্রেফতারকৃত ৫ আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন চুরি, ডাকাতি প্রতিরোধ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সদর মডেল থানার বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com