যখন চায়ের মূল্য বৃদ্ধি পাবে তখন রেশিও অনুযায়ী শ্রমিকদের মজুরী বৃদ্ধি পাবে- উপদেষ্টা সাখাওয়াত হোসেন

স্টাফ রিপোর্টার : শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন মৌলভীবাজারের চা শ্রমিক নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেন। এসময় চা শ্রমিকরা তাদের মজুরী, চিকিৎসা, বিশুদ্ধ পানি ও সেনিটেশন সমস্যার কথা তুলে ধরেন।
উপদেষ্টা বলেন, চা শ্রমিকদের বেতন ভাতা যা আছে তা যতেষ্ট না। বাগানে চা উৎপাদনের খরচের চেয়ে অকশনে চায়ের দাম কম পাচ্ছে বাগান মালিকরা। এখন মালিকদের পকেটে যদি টাকা না থাকে তবে আমরা জোর করে বেতন ভাতা আদায় করা যাবে না।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নিলামে চায়ের মূল্য বৃদ্ধির জন্য চা বোর্ডর সাথে কথা বলে চেষ্টা করবেন। যখন চায়ের মূল্য বৃদ্ধি পাবে তখন রেশিও অনুযায়ী চা শ্রমিকদের মজুরী বৃদ্ধি পাবে।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচন হবে কি হবে না, সেটা আমার বিষয় না। নির্বাচন নিয়ে যাদের চিন্তা করার কথা তারা করবে। ইলেকশন কমিশন আছে তারা দেখবে। এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমার দায়িত্ব না। আমার বিষয় হলো আমি চা শ্রমিকদের নিয়ে চিন্তা করবো।
শনিবার ১৭ মে দুপুরে শ্রম দপ্তরের আয়োজনে মৌলভীবাজারে শ্রীমঙ্গল শ্রম দপ্তর হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহা পরিরচালক মোঃ আবদুছ সামাদ আল আজাদ, জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন, পুলিশ সুপার এম,কে,এইচ জাহাঙ্গীর হোসেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন, শ্রম দপ্তরের উপ পরিচালক মহব্বত হোসাইন সহ অন্যন্যরা। চা শ্রমিকদের মধ্যে বক্তব্য রাখেন বিজয় হাজরা, গীতারানী কানু, পংকজ কন্দ সহ অন্যান্যরা।
এর আগে উপদেষ্টা শ্রম দপ্তর প্রাঙ্গনে বৃক্ষের চারা রোপন করেন।
মন্তব্য করুন