যুক্তরাজ্যের রাজপরিবারের রাজকীয় পার্টিতে আমন্ত্রন পেলেন শ্রীমঙ্গলের অলিউল

May 26, 2024,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ যুক্তরাজ্যের বাকিংহাম প্যালেসে রাজকীয় পার্টিতে আমন্ত্রন পেয়ে উচ্ছসিত বাংলাদেশী বংশদূত ব্রিটিস নাগরিক অলিউল খাঁন অলি। অলিউল খাঁন  মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকার বাংলাদেশী বংশদূত ব্রিটিশ নাগরিক মোঃ মতলিব খাঁন এর ছেলে।

মঙ্গলবার ২১ মে ব্রিটিশ রাজ পরিবারের সদস্যদের আয়োজনে বাকিংহাম প্যালেসে একটি সঙ্গীত পার্টিতে যোগ দেওয়ার আমন্ত্রণ পান অলিউল খাঁন অলি।

মহামহিম রাজা চার্লস এর পক্ষে হিজ রয়্যাল হাইনেস উইলিয়াম দ্য প্রিন্স অফ ওয়্যালস এর দ্বারা সঙ্গীত অনুষ্টানে আমন্ত্রীত হতে পেরে অলিউল খাঁন অলি উচ্ছসিত।

অলিউল খাঁন বলেন, রয়্যাল গার্ডেন পার্টিতে যোগ দিতে পেরে একজন বাংঙালী হিসেবে আমি গর্বিত।

বাকিংহাম প্যালেসে প্রিন্স উইলিয়াম এবং অন্যান্য রাজপরিবারের সদস্যদের উপস্থিতিতে এমন একটি অনুষ্টানে যোগ দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। অনুষ্টানে উপস্থিত ছিলেন এইচআরএইচ উইলিয়াম, দ্য প্রিন্স অফ ওয়েলস, এইচআরএইচ প্রিন্স রিচার্ড, ডিউক অফ গ্লুসেস্টার, এইচআরএইচ বির্গিট, ডাচেস অফ গ্লুসেস্টার, এইচআরএইচ প্রিন্সেস বিট্রিস, মিসেস ম্যাপেলি-মোজি, এইচআরএইচ প্রিন্সেস ইউজেনি, মিসেস ব্রুকসব্যাঙ্ক, মিস্টার অ্যান্ড টি মিসেস মিসেস  এবং মিঃ পিটার ফিলিপস।

অনুষ্টানটি স্বেচ্ছাসেবক, সামরিক কর্মী এবং জনসাধারণের কাজ করতে এবং এধরণের কাজে উৎসাহ যোগাতে বাকিংহাম প্যালেস গার্ডেন পার্টির আয়োজন করা হয়েছিল।

অলিউল খাঁন আরও বলেন, মহামারি করোনাকালীন সময়ে আমি বিভিন্ন ভাবে মানুষের জন্য কাজ করেছি। এমন একটি অনুষ্টানে আমন্ত্রিত হতে পেরে আমি ধন্য। এধরণের সম্মান আগামীতে মানুষের কল্যাণে কাজ করতে আমাকে উৎসাহিত করবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com