রাজনগরে আন্তর্জাতিক নারী দিবস ও বেগম রোকেয়া দিবস উদ্যাপন

December 10, 2016,

রাজনগর প্রতিনিধি॥ রাজনগরে আন্তর্জাতিক নারী দিবস ও বেগম রোকিয়া দিবস ২০১৬ উদযাপন এবং ”জয়িতা অন্বেষণে  বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সম্বর্ধনা অনুষ্টান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সরকারী কর্মকর্তা-কর্মচারী নির্বাচিত জনপ্রতিনিধি, শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা গনমাধ্যম কর্মী, নারী ও পেশা জীবি সংঘঠনসহ সক্রিয় নাগরিক সমাজ ও বিভিন্ন সরকারী  বেসরকারী প্রতিষ্টানের অংশ গ্রহনে গত ৯ই ডিসেম্বর শুক্রবার রাজনগর উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা  নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম  প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা  মোঃ আছকির খাঁন। উপমহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ হোসনেআরা তালুকদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ শামীম আল ইমরান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডলি বেগম, রাজনগর ডিগ্রি কলেজের প্রভাষক শাহানারা রুবী , রাজনগর আওয়ামীলীগের সাংঘঠনিক সম্পাদক ফয়ছল আহমদ,হীড বাংলাদেশের নুরুল আলম সিদ্দীকি, প্রমুখ। উক্ত অনুষ্ঠানে ”জয়িতা অন্বেষণে  বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সম্বর্ধনা অনুষ্টানে চারজন জয়িতাকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়, এরা হলেন শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে অবদান রাখায় ডাঃ ফাহমিদা আক্তার তিন্নি, সফল জনননী নারী হিসাবে গৌরী রানী সেন, সমাজ বিষয়ে অসামান্য অবদান রাখায় সেলিনা বেগম ও নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে  নতুন উদ্যেমে জীবন শুরু করায় এই সম্মাননায় ভূষিত হন ফাহমিদা আক্তার।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com