রাজনগরে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি *সংঘ*র্ষে ২ জন *নি*হত, *গুরুত্বর *আহত ১ জন

December 3, 2024,

স্টাফ রিপোটার : মৌলভীবাজারের রাজনগরের মুন্সিবাজার ইউনিয়নের মুশুরিয়া এলাকায় মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এঘটনায় গুরুত্বর আহত হয়েছেন আরও ১ জন মোটরসাইকেল আরোহী।

পুলিশ ও স্থানীরা জানান, সোমবার ২ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে রাজনগর-সিলেট আঞ্চলিক মহাসড়কের মুশুরিয়া এলাকায় মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে নিহত হন সাকিন আহমদ। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও এলাকাবাসি উদ্ধার করে গুরুত্বর আহত রাফি আহমেদ ও রাজু ধরকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাফি আহমেদকে মৃত ঘোষনা করেন। নিহতদের বাড়ী রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের হলদিগুল ও সুপ্রাকান্দি গ্রামে। গুরুত্বর আহত রাজু ধরকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রাজনগর থানার অফিসার ইনচার্জ শাহ্ মোহাম্মদ মুবাশি^র ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। চালক ঘটনার পর পালিয়ে যায়। নিহতদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com