রাজনগর উপজেলা বিএনপির দীর্ঘদিনের দ্বন্ধ নিরসন

December 3, 2024,

শংকর দুলাল দেব : নেতৃত্বকে কেন্দ্র করে রাজনগর উপজেলা বিএনপির মধ্যে দীর্ঘদিনের দ্বন্ধ চলছিল। ত্রিধাবিভক্ত ছিল উপজেলা বিএনপি কর্মীরা।  জেলা বিএনপি কর্তৃক অনুমোদিত উপজেলা কমিটি চলমান থাকলেও দলের একটি বৃহৎ অংশ ছিল নিষ্ক্রিয়। নিজেদের কোন্দল এমন পর্যায়ে পৌঁছেছিল যে, কেউ কারও সাথে কথাবার্তা বলতো না। ফলে দলীয় কোন্দলে বিপর্যস্ত হয়ে পড়ে রাজনগর উপজেলা বিএনপি। এরই মাঝে জেলা কমিটিতে আসে পরিবর্তন। সদ্য ঘোষিত জেলা আহ্বায়ক কমিটিতে আহ্বায়কের নতুন দায়িত্ব পান মৌলভীবাজার সদর পৌরসভার সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন। উপেজলা বিএনপির বিরোধ নিষ্পত্তির জন্য ত্রিধাবিভক্ত বিএনপিকে নিয়ে বসেন জেলা আহ্বায়ক। গত ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকালে নিজের বাসভবনে বিদ্যমান পক্ষগুলোকে নিয়ে দীর্ঘ বৈঠকে বসেন। বৈঠকে তিনি সকল পক্ষের বক্তব্য শুনেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এসময় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাংগঠনিক দিক নির্দেশনার উপর শ্রদ্ধাশীল থেকে  যথাযথ ভাবে তা মেনে চলার জন্য দলীয় নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।

আয়োজিত সমঝোতা বৈঠকে দলীয় নেতৃবৃন্দের প্রতি উদ্দেশ্যে জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন করেছেন। আমি এ জেলা বিএনপির আহবায়ক এর দায়িত্ব নেওয়ার পর থেকে জেলা কৃষকদল, মহিলা দলের কোন্দল নিরসন করে ঐক্যবদ্ধ করেছি। এরই মধ্যে রাজনগর উপজেলা সহ জেলার অন্যান্য উপজেলা ও পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে জেলা কমিটির নেতৃবৃন্দের দিয়ে সাংগঠনিক টিম গঠন করে দিয়েছি। কর্মী সভা আহবানের জন্য সভার তারিখ ও সময় বেঁধে দেয়া হয়েছে। তিনি দলীয় নেতৃবৃন্দকে অতীতের দু:খ বেদনা ভেদাভেদ ভুলে গিয়ে নব উদ্যোমে ঐক্য বদ্ধ হয়ে দলের কাজ করে যেতে নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। তিনি আরো বলেন- অতীতে যারা দলের জন্য জীবন বাজি রেখে রাজপথে আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন, দলের জন্য জেলে গেছেন, মামলা হামলার শিকার হয়েছেন, এসব ত্যাগী নেতৃবৃন্দের  মাধ্যমেই দলের প্রতিটি স্তরের কমিটি গঠন করা হবে। ত্যাগী ও দুর্দিনের রাজপথের নেতৃবৃন্দদেরই কমিটিতে স্থান করে দেওয়া হবে। এতে কোনও স্বজনপ্রীতির আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে না। এ আহবানে সকল পক্ষের নেতৃবৃন্দ খুশি হন এবং সকল ভেদাভেদ ভুলে ঐক্য বদ্ধ থাকার ঘোষণা দেন। বৈঠকে অন্যানের মাঝে অংশ নেন- জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জেলা ও অহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, সাবেক ইউপি চেয়ারম্যান জামি আহমদ, আব্দুল হাকিম সুন্দর বক্স, আব্দুল কাদির মিয়া, নুরুল ইসলাম সেলুন, এমরান লতীফ খোকন, সাবেক ইউপি চেয়ারম্যান মো. জিতু মিয়া, আব্বাস আলী মাষ্টার, আশরাফুজ্জামান খান নাহাজ মোস্তফা মিয়া, এনামুল হোসেন চৌধুরী, আব্দুল মুত্তাকিন মুক্তা, জগলু তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান কবির মিয়া প্রমুখ।

 এ ব্যাপারে উপজেলা বিএনপির বর্তমান সাধারন সম্পাদক আব্বাস আলী ও সাবেক সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খান নাহাজ বলেন, মনস্তাত্মিক কারণে রাজনগর উপজেলা বিএনপি ত্রিধাবিভক্ত ছিল। একদিকে বিগত সরকারের দমন পীড়ন অন্যদিকে অন্তর্দ্বন্ধে সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল। এই পরিস্থিতে জেলা কমিটির আহ্বায়ক এড. ফয়জুল করিম ময়ুনের ডাকে সাড়া দিয়ে সবাই ঐক্যবদ্ধ অবস্থানে আসতে চায়। তার উদ্যোগকে রাজনগর উপজেলা বিএনপির সর্বস্তরের নেত-কর্মী সাধুবাদ জানাই।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com