রোগমুক্তির হাত থেকে বাচঁতে লাউয়াছড়া জাতীয় উদ্যোনে পোষা ময়না পাখি অবমুক্ত

April 22, 2016,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ রোগমুক্তির হাত থেকে বাচঁতে শেষ পর্যন্ত নিজের পোষা ময়না পাখিটি লাউয়াছড়া জাতীয় উদ্যোনে অবমুক্ত করা হয়েছে।২১ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্দ্যানের জানকিছড়া এলাকায় এ ময়না পাখিটিকে অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জানকিছড়াস্থ ওয়াইল্ড লাইফ রেসকিউ সেন্টারের ডা. আসাদুজ্জামান, জানকিছড়া ক্যাম্প ইনচার্জ জুলহাস ব্যাপারী ও পোষা ময়না পাখিটির লালন-পালনকারী মীর রাজা মিয়া, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ-সম্পাদক ক্রীড়া ও সাংস্কৃতিক মামুন আহমেদ, প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সদস্য এম এ রকিব, সাংবাদিক সাইফুল ইসলাম প্রমূখ।
কথা শিখা ময়নাটি কেন বনে ছেড়ে দিচ্ছেন এমন প্রশ্নের জবাবে রাজা মিয়া বলেন, বেশ কিছু দিন ধরে আমার পরিবারের সদস্যদের মধ্যে বিভিন্ন ধরণের অসুখ বিশূখ লেগেই আছে। আর ময়না পাখিটি আল্লাহ আল্লাহ নাম ধরে ডাকতে থাকে তাই মনে হলো বনের পাখি বনে ছেড়ে দেয়াই ভাল। পাখিটি ছেড়ে দিলে হয়তো আমার পরিবারের মধ্যে রোগমুক্তি লাভ হতে পারে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com