লাউয়াছড়ায় দেখা মিলল দু/র্লভ ব্রাউন ফিশ ওউল

May 14, 2025,

স্টাফ রিপোর্টার : লাউয়াছড়ায় দেখা মিলেছে দুর্লভ ব্রাউন ফিশ ওউল। এক ঝলক দেখা মাত্রই ব্রাউন ফিশ ওউলটির অসাধারণ দৃশ্য ক্যামেরায় ধারণ করে নিয়েছেন শ্রীমঙ্গলের সৈখিন ফটোগ্রাফার তারিক হাসান।

ফটোগ্রাফার ও পাখিপ্রেমি তারিক হাসান জানান, ১৪ মে মঙ্গলবার বিকেলে তিনি লাউয়াছড়া এলাকায় যান বৃষ্টিভেজা বনের কিছু ছিত্র ধারণ করতে। তখন অঝরে বৃষ্টি ঝছিল। তিনি লাউয়াছড়ার জানকী ছড়ায় অবস্থান করছিলেন। হঠাৎ তার দৃষ্টি পড়ে গাছের ডালে বসা একটি সুন্দর পাখির দিকে। পাখিটি বৃষ্টিভেজা অবস্থায় গাছের ডালে বসেছিল। দেখামাত্র বিলম্ব না করে তিনি ক্যামেরা তাক করেন ডালে বসা পাখির দিকে। টপাটপ পাখিটির কয়েকটি ছবি ক্যামেরাবন্ধি করে নেন তারিক হসান। তখনও তিনি জানতেন না এটি বিরল প্রজাতির ব্রাউন ফিশ ওউল। পরে তিনি ছবি দেখে বুঝতে পারেন এটি বিরল প্রজাতির প্যাঁচা—ব্রাউন ফিশ ওউল। তারিক হাসানের তোলা ছবিটি ব্রাউন ফিশ ওউল এর অসাধারণ মুহুর্তে তোলা ছবিটি দেখে প্রশংসা করছেন অনেকেই।

ছবিতে দেখা যায়, গা ভেজা ডালের উপর বসে থাকা প্যাঁচাটি ডানা মেলার প্রস্তুতি নিচ্ছে। চোখে তীক্ষ্ণ দৃষ্টি আর দেহভঙ্গিমায় রাজকীয় স্থৈর্য। ঘন সবুজের ভেতরে বাদামী পালকে মোড়া এই নিশাচর পাখিটির অপরূপ সুন্দর্য ফুটে উঠেছে ছবিতে।

ছবির কবি আলোকচিত্রী তারিক হাসান দীর্ঘদিন ধরে প্রাকৃতিক জীববৈচিত্র নিয়ে কাজ করছেন। তিনি তার ক্যামেরার ফ্রেমে এ ধরনের দৃশ্য ধরা পড়া শুধুই ভগ্যের ব্যাপার বলে মনে করছেন।

ব্রাউন ফিশ ওউল বাংলাদেশের পাহাড়ি ও বনাঞ্চলে মাঝে মধ্যে দেখা গেলেও এত কাছ থেকে এবং এমন আবহাওয়ায় দেখা যাওয়া বেশ বিরল ঘটনা। এই প্যাঁচাটি সাধারণত নদী বা ছড়ার ধারে থাকে এবং মূলত মাছ ও ছোট স্তন্যপায়ী খেয়ে থাকে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com