“লেখালেখির ত্রিশ” গ্রন্থের মোড়ক উন্মোচন
January 16, 2023,

এইচডি রুবেল॥ এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের লাইফ মেম্বার, কুলাউড়ার কবি, সাহিত্যিক ও কলামিস্ট এবং মম- ছায়া প্রকাশনীর প্রকাশক এ. এফ. এম. ফৌজি চৌধুরীর পঞ্চম গ্রন্থ “লেখালেখির ত্রিশ” এর প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মোচন বগুড়ায় সম্পন্ন হয়েছে।
১৩ জানুয়ারি সকালে বগুড়া মম-ইন হোটেল এন্ড রিসোর্টে এপেক্স বাংলাদেশের ৪৬ তম জাতীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে মোড়ক উন্মোচন করেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেঃ ইলিয়াছ জসিম।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন এপেক্স বাংলাদেশের এন ভি পি এপেঃ মোঃ মাহমুদুল হক সাবু, আই পি এনপি এপেঃ নিজাম উদ্দিন পিন্টু, এপেক্স ইন্ডিয়ার ন্যাশনাল প্রেসিডেন্ট এপেঃ শ্যামল কারক, এপেক্স মালয়েশিয়ার ন্যাশনাল প্রেসিডেন্ট এপেঃ এন. কানাকরাজ পি.জে.কে ও লেখক এ.এফ.এম. ফৌজী চৌধুরী প্রমুখ।
মন্তব্য করুন