শমশেরনগর সৈয়দ কামাল উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

February 5, 2023,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কলমগঞ্জ উপজেলার শমশেরনগর সৈয়দ কামাল উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে চারটি শিক্ষাপ্রতিন্ঠানের শিক্ষার্থীদের মধ্যে মাসিক বেতনসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার ৪ জানুয়ারি দুপুরে শমশের নগর হাজী উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৫ জন শিক্ষার্থীর বেতন,খাতা, কলম, পেনসিল, স্কেলসহ নানা শিক্ষা-উপকরণ বিতরণ করা হয়।

শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল আহমদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান।

সৈয়দ কামাল উদ্দিনফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সৈয়দ শাহাব মনির, সৈয়দ ইশতিয়াক উদ্দিন বাবেলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

চারটি স্কুলপ্রতিষ্ঠান হল এ এটি এম বহুমুখী উচ্চ বিদ্যালয়, আব্দুল মছব্বির একাডেমী উচ্চ বিদ্যালয়, হাজী মো. উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়সহ মোট ৪৫ জন শিক্ষার্থীদের মধ্যে প্রত্যেককে  ১ বছরের বেতন ৬ মাস কওে প্রদান করা হয়েছে। বাকি ৬ মাসের বেতন চলতি জুন মাসে দেয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com