শোক সংবাদ : বীর মুক্তিযোদ্ধা শরীফ হোসেন খান আর নেই
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার শ্রীসূর্য্য সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক পারভীন জাহান ম্যাডামের স্বামী ও ধূপাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাখাওয়াত হোসেন খানের পিতা শমশেরনগর ইউনিয়নের ভাদাইর দেউল নিবাসী বীর মুক্তিযোদ্ধা মো; শরীফ হোসেন খান (৬৮) শুক্রবার ১৯ জানুয়ারি সকাল সাড়ে ৭টায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাগী রেখে গেছেন। শুক্রবার বাদ এশা কেচুলুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের পর মরহুমের নামাজের জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।
বীর মুক্তিযোদ্ধা মো: শরীফ হোসেন খানের মৃত্যুতে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবার সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মন্তব্য করুন