শ্রীমঙ্গলে আলখলীল কুরআন শিক্ষা সেন্টারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

March 14, 2025,

এহসান বিন মুজাহির : শ্রীমঙ্গলে আলখলীল কুরআন শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত শহরের ভানুগাছ রোডের হামিদী ভবণস্থ কুরআন শিক্ষা সেন্টারে বৃহস্পতিবার বিকেলে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বরুণা মাদরাসার প্রিন্সিপাল ও আলখলীল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি মাওলানা বদরুল আলম হামিদীর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলটি সঞ্চালনা করেন আলখলীল কুরআন শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় মিডিয়া বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মিসবাহ উদ্দিন জুবায়ের।

শ্রীমঙ্গল পৌর তাফসির পরিষদের উপদেষ্টা শায়খ মাওলানা আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আলখলীল কুরআন শিক্ষা বোর্ডের সিনিয়র সহসভাপতি মাওলানা রশিদ আহমদ হামিদী, বোর্ডের সহসভাপতি মাওলানা সাইফুর রহমান মক্কি, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মুসলেহ উদ্দিন চৌধুরী, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক প্যানেল মেয়র-২ মীর এম এ সালাম, আশিদ্রোন জামিউল মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মালিক বাহুবলী, বাইতুল আমান জামে মসজিদের ইমাম মুফতি ইউসুফ, শ্রীমঙ্গল সরকারি হাসপাতাল মসজিদের ইমাম মাওলানা আছগর হোসাইন প্রমুখ।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহির, দৈনিক ইনকিলাবের শ্রীমঙ্গল প্রতিনিধি আনোয়ার হোসেন জসাম, দৈনিক আজকের বাংলার শ্রীমঙ্গল প্রতিনিধি আশিকুর রহমান চৌধুরী, দৈনিক আলোকিত সকালের শ্রীমঙ্গল প্রতিনিধি মুস্তাকিম আল মুনতাজ, গণমাধ্যমকর্মী ইসলাম উদ্দিন।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌর তাফসির পরিষদের উপদেষ্টা মাওলানা সালাহ উদ্দিন দুলাল, সহ-সভাপতি হাজী আব্দুল কাইয়ুম, কামাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, সহসাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।

ইফতার মাহফিলে কয়েকশ রোজাদার অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com