শ্রীমঙ্গলে ইউনিয়ন নির্বাচনে প্রার্থীদের নিয়ে আচরণবিধি অবহিতকরণ ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময়
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলায় আসছে ৫ জানুয়ারি ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার ৯টি ইউনিয়নের প্রার্থীদের নিয়ে নির্বাচনী আচরণবিধি অবহিতকরণ ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২২ ডিসেম্বর বিকেল ৪টায় জেলা পরিষদ অডিটরিয়ামে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা ইয়াসমিন।
উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) মো. শহীদুল হক মুন্সী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশীদ তালুকদার। সভা পরিচালনা করেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন কর্মকর্তা অসীম জ্যোতি চৌধুরী। আসছে ৫ জানুয়ারি উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৪জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২৮ ও সাধারণ সদস্য পদে ৩৮৫ জনসহ মোট ৫৫৭ জন প্রার্থী অংশ নিয়েছেন।
মন্তব্য করুন