শ্রীমঙ্গলে দুই কাতার প্রবাসীকে সংবর্ধনা

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে কাতার প্রবাসী সুব্রত চক্রবর্তী ও আমিনুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার ১৯ জানুয়ারি রাতে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে বিভিন্ন সংগঠনের উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়। এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান মশিউর রহমান রিপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার কাউন্সিলার ও প্যানেল মেয়র কাজী আব্দুল করিম, কাউন্সিলার ও প্যানেল মেয়র মীর এম এ সালাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কর্ণ চন্দ্র মল্লিক, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল দাশ, সাংবাদিক শফিকুল ইসলাম রুম্মন ও সুকান্ত চক্রবর্তী প্রমূখ।
সুব্রত চক্রবর্তী শ্রীমঙ্গল সবুজবাগ এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘ দিন ধরে কাতারে বসবাস করছেন এবং দেশের বিভিন্ন দূর্যোগে মানবিক কল্যাণে কাজ করে যান। একই সাথে আমিনুল ইসলাম সুমন দীর্ঘদিন ধরে কাতারে বসবাস করছেন পাশাপাশি দেশে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত রয়েছেন।
মন্তব্য করুন