শ্রীমঙ্গলে বাংলাদেশ চা বোর্ডের বার্ষিক টি টেস্টিং অনুষ্ঠিত

July 30, 2022,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে বাংলাদেশ চা বোর্ডের বার্ষিক টি টেস্টিং অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই শনিবার বাংলাদের চা গাবেষণা ইনিন্টিটিউটের টি টেস্টিং রুমে এর উদ্ভোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো: আশরাফুল ইসলাম,এনডিসি, পিএসসি।
বাংলাদের চা গাবেষণা ইনিন্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ড. মো: ইসমাইল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রকল্প উন্নয়ন ইউনিটের ভারপ্রাপ্ত পরিচালক ড. এ কে এম রফিকুল হক।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকায় অবস্থিত চা বাগানের প্রতিনিধিগণ তাদের উৎপাদিত চা নিয়ে উপস্থিত ছিলেন এবং টেস্টিং এ অংশগ্রহণ করেন। বাংলাদেশ চা গাবেষণা ইনিন্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ও প্রধান বৈজ্ঞানিক ড. মো: ইসমাইল হোসেন টি টেস্টিং অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com