শ্রীমঙ্গলে বোরো ধান সংগ্রহের উদ্বোধন

May 10, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ “গুদামে গুদামে কৃষকের ধান, বাঁচবে কৃষক বাঁচবে প্রাণ” ধানের দাম পাচ্ছে বেশি, কৃষক এখন অনেক খুশি” এ স্লোগানে শ্রীমঙ্গলে আভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযান ২০২৩ শুরু হয়েছে।

বুধবার ১০ মে সকালে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের উদ্যোগে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযান ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠুানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। এছাড়াও শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর হোসেন সরদার ও খাদ্য বিভাগের কর্মকর্তাসহ কৃষকগণ উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য বিভাগ সূত্র জানায়, বোরো মৌসুমে শ্রীমঙ্গলস্থ রুশনি অটো রাইস মিল থেকে ৪ হাজার ২০ মেট্রিকটন ও কৃষকদের কাছ থেকে ৮৫০ মেট্রিকটন বোরো ধান সংগ্রহ নির্ধারণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com