শ্রীমঙ্গলে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ”স্মার্ট ভুমি সেবায় ভূমি মন্ত্রনালয়” এ প্রতিপাদ্য নিয়ে সপ্তাহব্যাপী সারাদেশের ন্যায় ভূমি সপ্তাহ ২০২৩ পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার ২২ মে সকাল ১১টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ।
উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি কমিশনার সন্ধীপ তালুকদার।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দ নেসার আহমদ, সচেতন নাগরিক কমিটির সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অর্ধেন্দু কুমার দেব প্রমুখ।
এ সময় মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ বলেন, স্মার্ট ভুমি সেবা ব্যবস্থা গড়ে তুলতে ইউনিয়ন পর্যায়ে ভমি সংশ্লিষ্টদের আরও দক্ষ হতে হবে। ভূমি সেক্টরে কর্মরতদের ব্যাপক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলেতে না পারলে, ভুমি সেক্টর থেকে দুর্নীতি বন্ধ করা যাবেনা।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জগৎজ্যেতি ধর শুভ্র, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেনসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইউটিউবে দেখুন পাতাকুঁড়ির ভিডিও গ্যালারি
মৌলভীবাজারে নবাগত জেলা প্রশাসক মতবিনিময় করলেন সাংবাদিকদের সাথে
কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা , মাড়াই জাড়াই এক সাথে হচ্ছে
মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ভাড়াউড়া চা বাগানে মে দিবস পালিত
মন্তব্য করুন