শ্রীমঙ্গলে সাংবাদিকদের সাথে ৪৬ বিজিবির অধিনায়কের মতবিনিময়

May 12, 2025,

স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গলে সাম্প্রতিক সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের নিয়ে ৪৬ বিজিবির অধিনায়ক মত বিনিময় করেছেন।

৪৬ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল এ এস এম জাকারিয়া বলেন, সীমান্তে পুশইন বা অনুপ্রবেশ ও চোরাচালানসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। তিনি বলেন, পুশইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এ পর্যন্ত ৪৬ ও ৫২ বিজিবি সেক্টরের অধিনে জেলায় ৬৯ জন পুশইন হয়েছে। পুশইন রোধে বিভিন্ন সীমান্তে টহল জোরদারসহ বাড়ানো হয়েছে গোয়েনাদা নজরদারী।

সোমবার ১২ মে বিকেলে শ্রীমঙ্গল বিজিবি সেক্টর মিলনায়তনে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ৪৬ বিজিবির উপ অধিনায়ক, মেজর সৈয়দ ইশতিয়াক মোর্শেদ, সহকারী পরিচালক মো: জামাল হোসাইনসহ বিজিবির উর্ধ্বোতন কমর্কতারা। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন এনটিভির স্টাফ করেসপনডেন্ট ও  দৈনিক ইনকিলাবের জেলা সংবাদদাতা এস এম উমেদ আলী, এখন টিভি রিপোর্টার এম এ হামিদ, প্রথম আলোর শ্রীমঙ্গল প্রতিনিধি শিমুল তরফদারসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com