শ্রীমঙ্গলে সাজাপ্রাপ্ত আসামিসহ আটত ৩

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩জন আটক হয়েছে।
বুধবার ১২ মার্চ শ্রীমঙ্গল থানার এসআই অলক বিহারী গুণ, এসআই আব্দুর রহিম জিবান, এএসআই মো. আবু তালেব ও এএসআই মো. আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া জিআর সাজা পরোয়ানা-২৪৪/২৩(শ্রীঃ) এর ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি উপজেলার মাইজদিহী গ্রামের বুধরাম উড়াং এর ছেলে বিন্দেশ^র উড়াং (৪৫), জিআর সাজা-৩৬/১৭ (কমলঃ) এর ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি কলেজ রোড বিরাইমপুর গ্রামের রজওন হরিজনের ছেলে সুমন হরিজন, সিআর-৪৯৪/২৪(শ্রীঃ) এর ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি সদর ইউনিয়নের উত্তরসুর গ্রামের শফিকুর রহমানের ছেলে হেলাল রহমানকে গ্রেপ্তার করা হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন