শ্রীমঙ্গলে সেই সাধুবাবার বটতলি বধ্যভুমিতে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক “রক্তাক্ত বটের অখ্যান

December 28, 2021,

বিকুল চক্রবর্তী॥ স্বাধীনতার পঞ্চাশ বছর সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমী দেশের ৬৪ জেলায় গণ্যহত্যার পরিবেশ থিয়েটারের নামে মঞ্চনাটক প্রদর্শন করে আসছে।
এরই অংশ হিসেবে সোমবার রাত আটটায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল সাধুবাবার তলি বধ্যভুমিতে অনুষ্ঠিত হয় মুক্তিযুদ্ধ চলাকালীণ সময়ে নারকীয় হত্যাযজ্ঞের উপর নাটক “রক্তাক্ত বটের অখ্যান।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস। এ সময় আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো.শামীম অর রশীদ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আকরাম খান, মৌলভীবাজার শিল্পকলা একাডেমীর পরিচালক জ্যোতি সিংহা ও নাট্যকার গোবিন্দ রায় সুমন। মঞ্চায়িত এই নাটকে শ্রীমঙ্গল উপজেলার ৬০ জন শিল্পী অংশগ্রহণ করেন।
মঞ্চায়িত এই নাটকের নির্দেশনায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান আশিকুর রহমান লিয়ন এবং ঢাকা রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক। নাটকের কোরিওগ্রাফীতে ছিলেন নৃত্যালয় পরিচালক দ্বীপ দত্ত আকাশ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com