শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে নবীনবরণ অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে ২০২২ শিক্ষাবর্ষের শ্রেণি কার্যক্রম উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠান ১৩ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় পৌর শহরের জালালিয়া রোডে অবস্থিত স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংবাদিক ও শিক্ষানুরাগি ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জব্বার আজাদ, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. হানিফ চৌধুরী, ১. ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর মোছা. তানিয়া আক্তার, কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. একরামুল কবির ও আইডিয়াল স্কুলের পরিচালক মো. আব্দুল মোমিন।
স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির-এর সভাপতিত্বে এবং ভাইস প্রিন্সিপাল আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের সহকারী শিক্ষক মুহিবুর রহমান, শর্মী রানী ঘোষ, নিশাত আঞ্জুম, নুসরাত জাহান তমা, নিতু আক্তার, মাহতাব আলম তানভীর ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ২০২২ সালের প্লে থেকে দশম শ্রেণির ক্লাস উদ্বোধন ঘোষণা করে ফুল দিয়ে শিক্ষার্থীদের বরণ করা হয় এবং সম্মানিত অতিথিদের স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে সাংবাদিক ও শিক্ষানুরাগি এবং শ্রীমঙ্গল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইসমাইল মাহমুদ বলেন, ‘দীর্ঘদিন করোনাভাইরাসের প্রাদুর্ভাবে শিক্ষাব্যবস্থায় যে অচলাবস্থা তৈরী হয়েছিল তা ইতোমধ্যে কাটিয়ে উঠার জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপের সাথে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশেষ ভূমিকা রাখছে। করোনাকালীন সময় এই প্রতিষ্ঠান নিরবচ্ছিন্নভাবে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু রেখে সর্বমহলে প্রশংসিত হয়েছে। যার ফলে এবারের এসএসসি পরীক্ষায় উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সকলেই কৃতকার্য হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চালু রেখে শিক্ষক, কর্মচারি, শিক্ষার্থী এবং অভিভাবকদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করা হয়। একেও অনেকটা সুফল মিলেছে।
সভাপতির বক্তব্যে স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির বলেন, ‘সরকারি নির্দেশিকার আলোকে স্কুলের শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। করোনার টিকা ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের নিশ্চিত করার ব্যাপারে বিদ্যালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে নিবন্ধন করা হয়েছে। আগামী ১৬ জানুয়ারি স্কুলের শিক্ষার্থীদের টিকা প্রদান করা হবে।
মন্তব্য করুন