শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা 

March 18, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১৭ মার্চ সকাল ১০টায় শহরের কালিঘাট রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারি প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক ফয়েজ শাহ জিলানীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুলের সহকারি শিক্ষক মোঃ আফসার মিয়া, শিক্ষক শর্মী রানী ঘোষ, জয়া রবি দাশ, নিপা আক্তার এবং তাসলিমা জান্নাত চৈতি।

প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ইমা আক্তার সাদিয়া, রূপা আক্তার ২য় স্থান  এবং দশ শ্রেণির তানিয়া আক্তার শ্রেণি ৩য় স্থান এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী দ্বিতীয় শ্রেণির মোঃ সাদি আহমদ। বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন শিক্ষকরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •